ইসরাইলে পৌঁছেছেন ম্যাক্রোঁ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩


ইসরাইলে পৌঁছেছেন ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ - ছবি: সংগৃহীত

হামাসের হামলার পর ইসরাইলে প্রতি সহমর্মিতা জানাতে দেশটি ইতোমধ্যে সফর করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইসরাইলের প্রতি পূর্ণ সংহতি জানাতে তেল আবিব গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।


মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে ম্যাক্রোঁর তেল আবিবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এই সফরে ইসরাইল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করবেন ম্যাক্রোঁ। যেখানে থাকবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবও।


আরও পড়ুন: হামাসের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করল ইসরাইল


৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। হামাসের হামলায় নিহত হয়েছে ১৪শ’ ইসরাইলি। আর গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫১শ’ ফিলিস্তিনির প্রাণ গেছে। সূত্র: আল জাজিরা


জেবি/এসবি