ঘূর্ণিঝড় হামুন: সারাদেশে নৌযান চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩


ঘূর্ণিঝড় হামুন: সারাদেশে নৌযান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘হামুন ’ধেয়ে আসায় সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  


মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উপ-পরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, “মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সারাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।”


আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘হামুন’: সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ


ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরের পরে নদীতে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা



তিনি আরও বলেন,“কিন্তু সমুদ্র বন্দরে সংকেত বাড়ছে। চাঁদপুরের তিন নদীর মোহনা বিপদজনক হয়ে উঠেছে। একারণে আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুরসহ সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।”


জেবি/এসবি