আটক জামায়াত নেতা আকন্দকে কারাগারে আটক রাখার আবেদন পুলিশের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩


আটক জামায়াত নেতা আকন্দকে কারাগারে আটক রাখার আবেদন পুলিশের
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ - ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।এসময় তাকে রাখা হয় হয় আদালতের হাজতখানায়।


বুধবার (২৫ অক্টোবর) বেলা ১ টা ২০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকের আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীদুল ইসলাম। বেলা ৩ টার দিকে ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূ]ত্রে জানা গেছে।


আরও পড়ুন: তারেক-জোবায়দার রায়, কাফন পাঠিয়ে বিচারককে হত্যার হুমকি


 এর আগে  আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 


আরও পড়ুন: ‘মুজিব ’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ


এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে খুবই অসুস্থ। উনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এমআরআই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে।


জেবি/এসবি