হঠাৎ দেশে ফিরে এসেছেন সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩


হঠাৎ দেশে ফিরে এসেছেন সাকিব
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপের মাঝেই হঠাৎ দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি।


জানা গেছে,  সকালে ঢাকায় এসে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঢুঁ মেরেছেন তিনি। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।


তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন বলে জানা গেছে। পরের দিন ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।


আরও পড়ুন: বাংলাদেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর: আকাশ চোপড়া


উল্লেখ্য, বিশ্বকাপে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্নই এখন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।


জেবি/এসবি