হবিগঞ্জে ৫ জনের ফাঁসি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


হবিগঞ্জে ৫ জনের ফাঁসি
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য অন্তসত্বা গৃহবধুকে হত্যার অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।


বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল মনসুর ।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (নিহতের স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।


মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতো। এমনকি রাসেল মিয়ার মা ও ভাই-বোনেরা আয়েশার উপর অমানষিক নির্যাতন চালায়। 


২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনে মারা যান আয়েশা। এ সময় তিনি দুই মাসের অন্তসত্বা ছিলেন। এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।


রায় ঘোষনার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।


আরএক্স/