মহাখালীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


মহাখালীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১  ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালির খাজা টাওয়ার নামে ১৪ তলা ভবনে ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট। 


বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  বিকালে ৫টা ৫মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লেগেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। 


আরও পড়ুন: ২৮ অক্টোবর নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।


আরও পড়ুন: ৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন


ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস থেকে প্রথমে চারটি ইউনিট এবং পরে আরও চার ইউনিট পাঠানো হয়েছে।


জেবি/এসবি