১০তলা ভবনসহ ৫০ কোটি টাকার জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


১০তলা ভবনসহ ৫০ কোটি টাকার জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

ঢাকার ডেমরায় ১০তলা ভবনসহ প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩১ শতক সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার অভিযান পরিচালনা করে ডেমরা থানার ডগার মৌজায় অবৈধভাবে নির্মিত ১০তলা ভবনসহ ৩১ শতক জমি উদ্ধার করেন। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।


আরও পড়ুন: ৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন


এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সরকারি সব জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।


আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘নাগরিকগণকে উত্তম ভূমিসেবা’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত


এ সময় জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 


জেবি/এসবি