ডাচদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

আফগানদের হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে বাংলাদেশ। কিন্তু পরের ৪ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। টানা চার হারে মানসিকভাবে বিধ্বস্ত বাংলাদেশ।
অপরদিকে, নেদারল্যান্ডসও এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। চলতি ওডিআই বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ১টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা।
জেবি/এসবি