টাইগারদের বিপক্ষে লড়াকু সংগ্রহ নেদারল্যান্ডসের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩


টাইগারদের বিপক্ষে লড়াকু সংগ্রহ নেদারল্যান্ডসের
ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর আর কোনও জয়ের দেখা পায়নি টাইগাররা। সাকিব আল হাসানের দল টানা চার হারের অস্বস্তিকর পরিসংখ্যান নিয়েই ডাচসদের বিপক্ষে আজ মাঠে নামে। ডাচদের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩০ রান।


নির্ধারিত ৫০ ওভারের শেষ হলে অলআউট হওয়ায় নেদারল্যান্ড তুলেছে ২২৯ রান।


ম্যাচের শুরুতে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা নেদারল্যান্ডসের ব্যাটারদের বিপদে ফেললেও তিনে খেলতে নামা ওয়েসলি ব্যারেসি হাল ধরার চেষ্টা করেন। তিনি ৪১ রানে ফিরলে খানিকটা ধাক্কা খায়  নেদারল্যান্ড।


তবে হাল ধরেন পাঁচে নামা স্কট এডওয়ার্ডস। এঙ্গেলব্রেচের সাথে ৭৮ রানের জুটি গড়ে তিনি দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নেন। ৬৮ রানে মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি।


এরপর আবার ধীর আসে ডাচদের রানের চাকা।


বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট।


জেবি/এসবি