চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩


চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশের
ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন, সাকিব আল হাসান। বিশ্বকাপের এক আসরে অন্তত ৬০০ রান করা ও ১০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব। ২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন তিনি। এবং বল হাতে ৩৬.২৭ গড়ে ১১ উইকেট নেন। এ বিশ্বকাপে ২ টি সেঞ্চুরীর পাশাপাশি ৫ টি ফিফটি করেছিলেন এই তারকা। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব। ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে তিনি করেছেন ১১৪৬ রান।


এত এত অর্জনের পরেও কেন সমালোচিত হচ্ছেন সাকিব? 


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি একজন নেতা, দলনেতা। কিন্তু, মাঝেমধ্যেই তার কর্মকান্ড গুলো প্রশ্নবিদ্ধ। এই যেমন, গত এশিয়া কাপেই শ্রীলংকায় দল রেখে দেশে এসে শোরুম উদ্বেধন করে প্রশ্ন বিদ্ধ হয়েছিলেন এই দলপতি। 


ভারতে চলছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ। বিশ্বকাপের মত বড় আসরেও কি না অধিনায়ক পুরো দল রেখে এসেছিলেন দেশে। এবার আর শোরুম উদ্বোধন করতে নয় , প্রাকটিস করতে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কোচ নাজমুল আবেদিন ফাহিম এর তত্যাবধানে প্রাকটিস করতে দেখা যায় সাকিব কে। কিন্তু তার পরও তার পারফরমেন্স পরিবর্তন হয় নি। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরেছেন সাকিব। নেদারল্যান্ডের মত দলের সাথে হেরে ষোলোকলা পূর্ণ হয়েছে বাংলাদেশের বাজে পারফরম্যান্স এর। এরপর দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয় সাকিবকে, এই অলরাউন্ডারকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন দর্শকরা।


এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে সাকিব করেছেন সবমিলে ৬১ রান। যা সাকিব আল হাসান নামটির সাথে বড্ড বেমানান। বোলিংয়েও আহামরি নয় সাকিব এর পারফরমেন্স।

অধিনায়ক সাকিব আল হাসান টিম রুলস জারি করে ক্রিকেটারদের বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে গেছেন। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদকেও মেনে চলতে হয়েছে অধিনায়কের এসব রুলস। 


হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে লজ্জাজনক অহবস্থায় এখন টাইগাররা। যদিও শেষের তিন ম্যাচ থেকে অন্তত দুটি জিততে পারলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, পাকিস্তানসহ সেরা ৮ দল নিয়ে পাকিস্তানে আয়োজিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।


অথচ মাশরাফি বিন মুর্তুজার নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল লাল সবুজের দল।


সাকিবের লক্ষ্য এখন সেরা ৮-এ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। কারণ ২০২৫ সালে ৮ দলের ওই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। 


বিশ্বকাপের আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর নাটকীয়তা, শেষ পর্যন্ত তার বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত এসবের পেছনেও সাকিব এর দায় দেখেন ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা।


জেবি/আর