এসএসসির ফলাফলে ধস, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫


এসএসসির ফলাফলে ধস, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
সংগৃহীত ছবি।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফল গত বছরের তুলনায় অনেকটাই হতাশাজনক। অকৃতকার্যের হার দ্বিগুণের বেশি বেড়েছে, একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায়ও দেখা গেছে উল্লেখযোগ্য পতন।


আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ 

 

২০২৪ সালে অকৃতকার্য হয়েছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী। ২০২৫ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশে। অর্থাৎ, প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী এবার পাশ করতে পারেনি। গত বছর ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী পেয়েছিল জিপিএ-৫। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে। ফলে গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছে।


শুধু তাই নয়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও অনেক বড় হয়েছে। গত বছর যেখানে শূন্য পাসের রেকর্ড গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি, এবার সেখানে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি।


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরকে।


সেখানে তিনি বলেন, ‘যে ফল প্রকাশিত হয়েছে, সেটিই প্রকৃত ও সত্য। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। সামগ্রিকভাবে এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।’


ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগে কী হয়েছে, সেটি আমরা বলব না। তবে, এখন যে তথ্য দিয়েছি সেটিই প্রকৃত। যা হয়েছে, সেটিই উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে, রেজাল্ট যা হবে, সেটিই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।


আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে


এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন, গোঁজামিল ও বাহুল্য এড়িয়ে এবং স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েই ফল প্রকাশ করা হয়েছে।


চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।


এসডি/