অলরাউন্ডার নৈপূণ্যে দলকে জিতিয়ে ম্যাচসেরা চিরচেনা সাকিব

অভিষেক ম্যাচেই যেন পুরোনো সেই বিশ্বসেরা সাকিব রূপেই ফিরলেন
বিজ্ঞাপন
বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে। দেশের ক্রিকেটের এমন ব্যর্থতার দিনে ব্যাটে বলে অলরাউন্ডার নৈপূণ্য দেখালেন সাকিব আল হাসান। উইকেট পেয়ে সেই চিরচেনা উদযাপন। ভক্তরা এমন সাকিবের দেখা পেলেন যেন অনেক দিন পরই।
বিভিন্ন বিতর্কে জাতীয় দল থেকে অনেক দূরে, মাঝে দেখা মেলে কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেই। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে নেমেছেন। সেটাও প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে। সুযোগটা কাজে লাগালেন প্রথম ম্যাচেই। অভিষেক ম্যাচেই যেন পুরোনো সেই বিশ্বসেরা সাকিব রূপেই ফিরলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৬৫ রান। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।
বিজ্ঞাপন
অপরদিকে দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই। তবে, দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের ইনিংসের প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিংও করেন। কিন্তু অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না। ফলে দেখে-শুনে খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বিজ্ঞাপন
ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও দেখা মিলল সেই চিরচেনা সাকিবের। ইনিংসের পঞ্চম ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন। ফিরিয়েছেন সেন্ট্রালের ওপেনার উইল ইয়াং এবং ডিন ফক্মক্রপ্টকে। ১১তম ওভারে জশ ক্লার্কসনকে সাজঘরে পাঠান। এরপর নিজের কোটার শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন সাকিব। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছেন। মেইডেন দিয়েছেন একটি। উইকেট শিকার করেছেন চারটি। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও গেছে সাকিবের ঝুলিতেই।
বিজ্ঞাপন
এমএল/








