রণবীর-দীপিকা নিয়ে নিন্দার ঝড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩
করণ জোহর কফি শোয়ের সিজন ৮-এ প্রথম অতিথি হয়ে আসেন দীপিকা-রণবীর।
করণ জোহরের টক শো কফি উইথ করণের ‘সিজন ৮’এ প্রথম পর্বে এসেছিলেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। সেখানে এসে নিজেদের প্রেমজীবন নিয়ে নানা গোপন কথা ফাঁস করলেন বলিউডের এই দম্পতি।
তাদের আলাপ পর্ব থেকে চুপিচুপি বাগ, রণবীরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে দীপিকার মেলামেশা সব কিছু নিয়েই করণের সঙ্গে বেশ খোলামেলা আড্ডা দেন বলিউডের এই দম্পতি।
তবে দীপিকা তার প্রেমজীবনের অজানা দিক প্রকাশ্যে আনতেই অভিনেত্রীকে নানা ভাবে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনরা।
দীপিকা বলেন, ‘আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর প্রতি ‘কমিটেড’ থেকেছি।’
এর পরই শুরু হয় দীপিকার তুমুল সমালোচনা। পরিস্থিতি হয়তো হাতে বাইরে বেরিয়ে যাচ্ছে আন্দাজ করতে পারেন করণ জোহর। তাই দীপিকা-রণবীরের হয়ে নিজেই ময়দানে নামলেন।
নিন্দকদের নিয়ে করণ বলেন, ‘আপনাদের যা ইচ্ছে তাই করুন, কারণ আপনাদের কেউ পাত্তা দেয় না। ট্রোল যারা করেন তাদের আসলে কোনও অস্তিত্বই নেই। তারা আসলে কোথাও নেই।’
বলিউডের অন্যতম খ্যাতনামী পরিচালক করণের এই টক শো তে বলিউড তারকা থেকে ক্রিকেট জগতের খ্যাতনামীরা সকলেই এসেছেন। এই শোয়ের সাফল্য যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে বিতর্ক।
সূত্র: আনন্দবাজার
আরএক্স/