জাবির লোকপ্রশাসন বিভাগে ইনস্টিটিউশনাল ট্রাস্ট বিষয়ক সেমিনার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ‘ইনস্টিটিউশনাল ট্রাস্ট, হোয়াট এক্সপ্লেইনস ইট?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে বিভাগের কনফারেন্স কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি হরে কৃষ্ণ কুন্ডের সভাপতিত্বে নরওয়ের বার্গেন ইউনিভার্সিটির সরকার বিভাগের অধ্যাপক ইশতিয়াক জামিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এসময় অধ্যাপক ইশতিয়াক জামিল বলেন, সমাজে অস্তিত্ব না থাকলে কোন প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে পারে না। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো মানব উন্নয়ন সূচকে নিম্ন অবস্থানে থাকলেও আস্থার মাত্রা অনেক বেশি।
এটি সম্পূর্ণরূপে একটি ধাঁধা যা আমরা এখনও প্রকাশ করতে পারিনি। এসময় তিনি ইনস্টিটিউশনাল ট্রাস্ট নিয়ে তার পূর্বে পরিচালিত গবেষণামূলক কাজের তথ্য উপস্থাপন করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আরএক্স/