বাংলা জানতেন এম এস ধ্বনি! বোকা বনে যেতেন বাংলাদেশের ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

এম এস ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ভারতের হয়ে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি। এম এস ধ্বনি বাংলা জানতেন! এবার এমন বিষ্ফোরক মন্তব্যই করলেন তিনি। বাংলা ভাষা, যে ভাষায় কথা বলে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ।
ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন ভারতের সাবেক এই কাপ্তান। সেখান থেকেই শুনে শুনে বাংলা ভাষা আয়ত্ত্বে চলে আসে তার। বলতে না পারলেও ঠিকই বুঝে ফেলেন ধোনি। সেই শিক্ষা কাজে লাগিয়েই বাংলাদেশকে বোকা বানিয়েছিলেন ক্যাপ্টেন কুল মাহেন্দ্র সিং ধোনি।
সম্প্রতি ধোনি কলকাতায় গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে। সেখানে প্রচারণার ফাঁকে ক্রিকেট, কলকাতার সঙ্গে তার যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা বলেছেন তিনি। এসব কথার মধ্যে তাঁর বাংলা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল।
সাবেক বিশ্বকাপ জয়ী ভারতীয় কাপ্তান বলেন, ‘খড়গপুরে রেলওয়ের চাকরি করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে।’
এরপর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে খেলার কথা স্মরণ করে বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা ছিল এমন, আরে, এ তো বাংলা বুঝতে পারে!’
ঘটনাটি শোনার পর হলরুমে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি।
জেবি/এসবি