বিশ্বকাপ শেষ হার্ডিক পান্ডিয়ার, বিপাকে ভারত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


বিশ্বকাপ শেষ হার্ডিক পান্ডিয়ার, বিপাকে ভারত
হার্ডিক পান্ডিয়া।ফাইল ছবি

নিজেদের ঘরের মাঠে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ চলছে, স্বপ্নের মত উরছে টিম ইন্ডিয়া। বিশ্বের সব বাঘা বাঘা দল একের পর এক কুপকাত, তাদের ডেরায়। এবারের বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল, কোহলি-রোহিতদের ভারত। কোন দলই তাদের সামনে দাড়াতে পারেনি, হেরেছে বিশাল ব্যবধানে।

 

সপ্তম রাউন্ডের ম্যাচ শেষে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দেশটি। টিম ইন্ডিয়ার, ব্যাটার কিংবা বোলার সকলেই রয়েছে দারুন ছন্দে। একের পর এক কার্যকরী ইনিংস খেলছেন বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা, মোহাম্মদ স্বামী থেকে জসপ্রিত বুমরাহ ব্যাটারদের জন্য আতংক হয়ে দাড়িয়েছে এবারের বিশ্বকাপে। 


সবার আগে সেমিফাইনালের টিকেট পাওয়া দলটি পেল এক বড় দুঃসংবাদ, দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার খেলা হবে না এবারের বিশ্বকাপের আর কোন ম্যাচ। গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় ফলোথ্রুতে পড়ে যান পান্ডিয়া। তখনই বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে তার। মাত্র ৩ বল করার পর আর বোলিং করতে পারেননি তিনি।


বাংলাদেশ ম্যাচের পরেই জানা যায়, সামনের কিছু ম্যাচ মিস করবেন পান্ডিয়া। মেডিকেল স্ক্যানে দেখা যায়, বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন হার্ডিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন সময়েই স্থানীয় এক হাসপাতালে পান্ডিয়ার গোড়ালিতে স্ক্যান করানো হয়েছিল। যেখানে তার ইনজুরি ধরা পড়ে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেওয়া হয়। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তিন ম্যাচেও খেলেননি ভারতের তারকা এই অলরাউন্ডার। 


এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের সুযোগ খুব একটা না পেলেও বিশ্বকাপে বোলিংটা ভালোই করছিলেন পান্ডিয়া। চার ম্যাচে তার শিকার ছিল পাঁচটি উইকেট।


টুর্নামেন্টের এক পর্যায়ে পান্ডিয়াকে পাওয়া যাবে এমন আশায় ছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সেরে না উঠায় তার জায়গায় ডাক পেয়েছেন, তরুণ পেসার প্রসিধ কৃষ্ণা। এখন পর্যন্ত ভারতের হয়ে ১৭ ওয়ানডে খেলেছেন এই বোলার।   প্রসিধকে বিশ্বকাপ দলে যোগ করার জন্য ভারতকে অনুমতি দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।


২০২১ সালে ওয়ানডে অভিষিক্ত প্রসিধের ওয়ানডে উইকেট ২৯টি। গতির সঙ্গে সুইং দিয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করতে পটু এই বোলার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৭ ম্যাচ খেলা এই পেসারের শিকার ১১৩ উইকেট।


আরএক্স/