উরফি জাভেদের নামে মামলা করল পুলিশ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


উরফি জাভেদের নামে মামলা করল পুলিশ
উরফি জাভেদ - ছবি: সংগৃহীত

নেটিজেনদের ঠকিয়েছেন উরফি জাভেদ। শুক্রবার (৩ নভেম্বর ) নেটদুনিয়া জুড়ে উরফির গ্রেফতার হওয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। রটে যায়, অশ্লীল পোশাক পড়ার জন‍্যই নাকি মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন উরফি। হইচই পড়ে যায় গোটা মুম্বইয়ে। আর দেখুন দিন এগোতেই ফের চমক। ফের ভাইরাল উরফির আরেকটি নতুন ভিডিও। সেখানে আসল কান্ড ফাঁস করলেন উরফি নিজেই। 


নতুন ভিডিও উরফি বুঝিয়ে ছিলেন, নিজের ফ‍্যাশন ব্র‍্যান্ডের প্রচার করার জন‍্যই এমন ফন্দি এঁটেছিলেন উরফি। যার থিম ছিল পুলিশ ও জেল। উরফির এই নতুন ভিডিও  দেখে রীতিমতো রেগে লাল নেটিজেনরা।


তবে শুধু নেটিজের নয়,  উরফির এমন অনৈতিক কান্ড দেখে মুম্বই পুলিশ। উরফির বিরুদ্ধে এফআইআর ও দায়ের করেছে।


আরও পড়ুন: প্রেমিকের সামনেই গলায় ফাঁস নেন হিমু: র‍্যাব


মুম্বই পুলিশের অভিযোগ, পুলিশকে নিয়ে এভাবে ঠাট্টা করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হল উফির জাভেদের গ্রেফতারির ভিডিও। সেখানে দেখা গেছে, একটি কফি শপ থেকে ২ মহিলা  অফিসার উরফির হাত ধরে গাড়িতে ওঠাচ্ছেন। এমনকি ভিডিওতে শোনা গেছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা ও করছেন, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে? তাহলে কি বোল্ড পোশাক পরার জন‍্যই এই গ্রেফতার? তবে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল একদিন পরেই।


আরও পড়ুন: পুলিশের হাতে গ্রেফতার উরফি


উরফি নিজেই নতুন ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন, গ্রেফতারের ভিডিও একবারেই মজার ছলে।


/আরএক্স