সারাদেশে অবরোধ, ইবিতে জব টেস্ট স্থগিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩


সারাদেশে অবরোধ, ইবিতে জব টেস্ট স্থগিত
ইবি।ছবি: জনবাণী

সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরের জব টেস্ট স্থগিত করেছে প্রশাসন।


রবিবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, সারাদেশে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। টেস্ট দুইটি আজ ৫ নভেম্বর এবং আগামীকাল ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 


পরীক্ষা দুইটি কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে পরবর্তীতে টেস্টের তারিখ ও সময় জানানো হবে বলে জানান।


আরএক্স/