বিশ্বকাপে প্রথমবার উইকেট পেলেন তানজিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

চলমান বিশ্বকাপে প্রথমবার উইকেটের স্বাদ নিলেন তানজিম। তার বলে বোল্ড হলেন নিশাঙ্কা।শ্রীলঙ্কার ওপেনার ৩৬ বলে ৪১ রান করে থামলেন। পরপর ২ ওভারে দুজন থিতু ব্যাটসম্যানের উইকেট নিল বাংলাদেশ। হুট করেই আবার চাপ শ্রীলঙ্কার ওপর।
১১তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে যায় টাইগাররা। অধিনায়ক নিজেই হাতে বল তুলে নেন। সাকিবের ওভারের তৃতীয় বলটি স্লটেই ছিল সেখানে এক পা এগিয়ে লং অনের ওপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৯ রান।
আরও পড়ুন: ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে’
প্রথম ওভারেই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি টাইগাররা। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছিলেন। তবে আরেক প্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিম সাকিবরা। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলেছে শ্রীলঙ্কা।
জেবি/এসবি