শিক্ষার্থীদের অনলাইনে অবৈধ লেনদেন নিয়ে যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩
সম্প্রতি, দেশে অনলাইন গ্যাম্বলিং, বেটিং, ফরেক্স এক্সচেঞ্জ,ডলার কেনা-বেচা, হুন্ডির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে ;যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। আর এ সকল অবৈধ আর্থিক লেনদেনে যেন ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে সচেতনতার উদ্দেশ্যে অধ্যক্ষের কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,এত দ্বারা ঢাকা কলেজের একাদশ,দ্বাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে,সাম্প্রতিক সময়ে অনলাইন গ্যাম্বলিং,বেটিং, ফরেক্স এক্সচেঞ্জ /ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হুন্ডির মাধ্যমে সংঘটিত অবৈধ্য লেনদেন মাত্রারিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যালোচনায় অনলাইন গ্যাম্বলিং, বেটিং, ফরেক্স এক্সচেঞ্জ /ক্রিপ্টোকারেন্সি এবং হুন্ডির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার মতো দৃষ্টান্ত উঠে এসেছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।
এছাড়া এসব অবৈধ লেনদেনে জড়িত হয়ে জনগন বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। দেশের আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ডলার কেনা-বেচা বা বিনিয়োগ করা নিষিদ্ধ। এছাড়া গ্যাম্বলিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সি এবং হুন্ডির লেনদেনও অনুমোদিত নয়।
এসব ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের ফাঁদে পড়ে তরুন সমাজ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কষ্ট করা উপার্জিত অর্থ হারাচ্ছে। তাই, কলেজের একাদশ,দ্বাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদেরকে উপরোক্ত বিষয়ে না জড়ানোর জন্য সচেতন থাকার জন্য বলা হলো।
আরএক্স/