শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ফাইল ছবি

একটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। এটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার ১১টা ৫৩ মিনিটে ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। 


ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি সুনামির কোনও সতর্কতা জারি করেনি।


তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানিয়েছে।


আরও পড়ুন: পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী


ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং ধারণা করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল। 


আরও পড়ুন: আসামে ২শত বছরের পুরনো মন্দির পুড়িয়ে দিল দুস্কৃতীরা


প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। সূত্র: এএফপি, রয়টার্স


জেবি/এসবি