সাড়া ফেলেছে রাজীব শাহ্’র ‘ভব নদী’
সাইফুল বারী
প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩
সাড়া ফেলেছে বাংলা ফোক গানের কণ্ঠশিল্পী রাজীব শাহ্’র ‘ভব নদী’ শিরোনামে একটি গান। গানটি ইতোমধ্যে ইউটিউব, টিকটক, ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সম্প্রতি রাজীব শাহ্ মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। এটি লিখেছেন রাজু সরকার এবং সুর ও সংগীতায়োজন করেছেন এইস বি হাফিজ।
রাজু সরকার বলেন, অনেক ছোট থেকে গান লিখি,আমার স্বপ্ন ছিলো মানুষ কোন একদিন আমার লেখা গান শুনবে। এই গানের মাধ্যমে সৃষ্টিকর্তা আমার স্বপ্নটা পূরণ করেছেন।
এইচ বি হাফিজ বলেন, গানটি সুর করে ও মিউজিক করে খুব অনন্দ পেয়েছি। আমি জানতাম গানটি একটা জায়গায় যাবে এবং তাই হয়েছে।
আরও পড়ুন: ভিন ডিজেলকে জড়িয়ে তোপের মুখে দীপিকা
গান প্রসঙ্গে রাজীব শাহ্ বলেন, গানটি প্রথমে একবার সুর করা হয় তারপর ভেঙ্গে আবার সুর করা হয়। তখনই বুঝতে পারি গানটি মানুষের মনে জায়গা করে নেবে। আল্লাহর অশেষ রহমতে গানটি সত্যিই মানুষের মনে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: বাউল আকাইদের ৪ গানে মনির খান
তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও বলেন, সবাই বেশি বেশি বাংলা গান শুনবেন। বাংলা গানের পাশে থাকবেন।
জেবি/এসবি