ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ঘরে বসে ভাত খেলেন বিভাগীয় কমিশনার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পিএম, ৯ই নভেম্বর ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার এর হাতের রান্না করা দুপুরের খাবার খেলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া।
উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খবর নিয়ে জানাযায়, বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঘোগা ইউনিয়নের জামগড়া পরিদর্শনে যান ময়মনসিংহের সুযোগ্য বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া।
বিভাগীয় কমিশনার সেখানে গিয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।
এ সময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মমতাজ বেগমের হাতের রান্না করা খাবার বিভাগীয় কমিশনারকে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে মমতার ঘরে বসেই দুপুরের খাবার খান বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া।
খাবার শেষে আবেগাপ্লুত হয়ে বিভাগীয় কমিশনারের গলা জড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মমতা বলেন, মজিবের বেডি হাসিনা আমাগো ঘর দিছেন, অহোন ছেলে-মেয়ে নিয়ে সুখে-শান্তিতে পাকা ঘরে বসবাস করছি।তানজিয়া ম্যাডাম (বিভাগীয় কমিশনার) আমার ঘরে বসেই আমার হাতের রান্না করা ভাত খেলেন, এতে আমার জীবনের সব দুঃখ-কষ্ট দূর হয়ে গেছে। উনাকে দেখে আমরা বুঝতেই পারিনি উনি অনেক বড় অফিসার।
মমতার হাতের খাবার খেয়ে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের স্থায়ী আবাসন ব্যবস্থা করে দিয়েছেন। নতুন ঘরে থাকার স্বপ্ন পূরণ করেছেন। ওরা এখন নিজের ঘরে সুখে-শান্তিতে বসবাস করছেন।
মমতা নিজের বাড়ির আঙিনার সবজি দিয়ে আমাকে দুপুরের খাবার রান্না করে খাইয়েছেন। মনে হলো অনেক দিন পর নিজের মায়ের হাতের রান্না করা খাবারই খেলাম। সত্যিই মমতারা (আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা) অসাধারণ মন-মানসিকতার অধিকারী। ওরা আমার দেখা সবচেয়ে উজ্জীবিত, অতিথি পরায়ণ, কর্মপরায়ণ এবং কৌতূহলী মানুষ।
বিভাগীয় কমিশনারের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
