শেষ চারে কোয়ালিফাই করতে হলে পাকিস্তানের সামনে যে সমকরণ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২২ পিএম, ১১ই নভেম্বর ২০২৩


শেষ চারে কোয়ালিফাই করতে হলে পাকিস্তানের সামনে যে সমকরণ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের শেষ চারের আশা এখনও টিকে আছে কী? শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল ব্যবধানে জয়ের পর পরই অনেকটা নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল কারা? ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সাথে চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড অনেকটা নিশ্চিত সেমিতে লড়াই করার জন্য।


নিউজিল্যান্ডের সঙ্গে ‘অনেকটা’ শব্দটি লাগাতে হচ্ছে, কারণ- কাগজে-কলমে এখনও কিছু হিসাব-নিকাশ বাকি রয়েছে । সেমির আশা ক্ষীণ হলেও সম্ভাবনা টিকে আছে এখনো পাকিস্তানের। যদিও বাস্তবে তা সত্যিই অসম্ভব বাবর আজমের দলের জন্য। প্রতিপক্ষ যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সে জন্য এত বড় ব্যবধানে জয়ের আশা করাটা কঠিন বাবর রিজয়ানদের।


আবার এদিকে ৬ ম্যাচ তিক্ত হারের পর নিজেদের অষ্টম ম্যাচে এসে জয় পেয়েছে বাটলারের দল। নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে ইংলিশরা। আজ নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয়েছে পাকিস্তানের। তবে ম্যাচটিও ইংলিশদের জন্য বেশ কঠিন পরীক্ষারই হবে। কেননা, পাকিস্তান যদিও কাঙ্খিত ব্যবধানে জিতে যায়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা হবে না ইংলিশদের।


তবে রানরেটের কথা মাথাই রেখে, আজ কলকাতার ইডেন গার্ডেন্সে অলৌকিক কিছু করে দেখাতে হবে পাকিস্তান দলকে। তাদের সামনে অপেক্ষা করছে বেশ কঠিন সমকীরণ।


ইডেন গার্ডেন্সে পাকিস্তান যদি আগে ব্যাট করে বাবরদের, তাহলে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে বাবরদের। আবার পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে মাত্র ১৩ রানে যা কোনমতেই সম্ভব না। একই ভাবে ৩৫০ রান করলে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে মাত্র ৬৩ রানে যা অসম্ভব। বাবরের দল যদি ৪০০, ৪৫০ বা ৫০০ রান তোলে, তবে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে যথাক্রমে ১১২, ১৬২ এবং ২১১ রানে। যদি সেমিতে কোয়ালিফাই করতে হয় পাকিস্তানকে, কোনও ভাবেই পাকিস্তানের ইংল্যান্ডের সঙ্গে রানের ব্যবধান ২৮৭-র কম হওয়া যাবে না।


আবার এদিকে পাকিস্তান আগে বল করলে আশা এখানেই শেষ হয়ে যাবে। কারণ রান রেটের ক্ষেত্রে রানের ব্যবধানটাই বেশি গুরুত্বপূর্ণ বাবরের দলের জন্য। ইংল্যান্ড যদি আগে ব্যাট করে ২০ রান করে, তা হলে পাকিস্তানকে সে রান করতে   হবে ১.৩ ওভারে। একই ভাবে ৫০ রান করলে তা করতে হবে ২ ওভারে।


ইংল্যান্ড ১০০ রান করলে পাকিস্তানকে রান তাড়া করতে হবে ২.৫ ওভারের মধ্যে যা ক্রিকেটে কখনোই সম্ভব না। অর্থাৎ পরিস্থিতি যেমন, তাতে রান তাড়া করতে নামা মানেই পাকিস্তানের সেমির আগেই বিদায় নিশ্চিত হওয়া। তা নাহলে একমাত্র বল প্রতি ছয় মারলেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেন বাবর আজমের দল পাকিস্তান।