টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন লিটন দাস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:১৭ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫


টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন লিটন দাস
ছবি: সংগৃহীত

হংকংকে ৭ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওভার বাউন্ডারির রাজা বনে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছেন লিটন। তবে শুরুতে দেখে শুনে ব্যাট চালান তিনি।


আরও পড়ুন: এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের


জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে আর ব্যক্তিগত ৪২ রানে প্রথম বড় শটের চেষ্টা করেন লিটন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপের সেই শট ছক্কা হয়েছে।


এর সুবাধে ৭৮ ছক্কা নিয়ে মাহমুদউল্লাহরকে টপকে ছক্কার রেকর্ড নিজের দখলে করে নিয়েছেন লিটন। আর সেটা মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে এই সংস্করণে দেশীয় গণ্ডিতে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করলেন লিটন দাস। আগে থেকেই টি-টোয়েন্টির আরও দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড তারই দখলে। 


আরও পড়ুন: বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ, হংকংয়ের বিপক্ষে যে একাদশ


একটি সর্বোচ্চ ফিফটিতে। চলতি মাসের শুরুর দিকেই সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফিফটি করে (৪৬ বলে ৭৩) দেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক হন তিনি। পেছনে ফেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।


এছাড়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই (১২৬.২৩) সবচেয়ে বেশি।


এমএল/