শেষটাও রাঙ্গাতে পারল নাহ টাইগাররা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩


শেষটাও রাঙ্গাতে পারল নাহ টাইগাররা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে টাইগারদের বিদায়ী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ হলো।এদিকে শেষ ম্যাচেও চরম ব্যর্থ টিম টাইগাররা। অজিদের কাছে ৮ উইকেটের অসহায় আর্ত্মসমার্পণ টাইগারদের। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবথেকে ব্যর্থ বিশ্বকাপ এবারের ভারত বিশ্বকাপ।


দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের না থাকায় আজ দায়িত্বের ভার উঠেছিলো সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাধে। তাই ম্যাচ শেষেও পুরস্কার বিতরণী মঞ্চে এলেন  নাজমুল হোসেন শান্ত, দলের এমন পরাজয় নিয়েও কথা বললেন, 'আমার মনে হয় দুইটা রান আউটই আমাদের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। আমরা কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিলাম তবে ওই রান আউটে কাটা পড়ে খেলার গতিটা হারিয়ে ফেলেছিলাম।'


অজিদের বিপক্ষে বিশাল ব্যাবধানে হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফির আশা টিকিয়ে রাখল বাংলাদেশ দল। আজ রাতেই দেশে ফিরছে টিম বাংলাদেশ। বিশাল ব্যাবধানে হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 


টিম টাইগারদের শুরুটা ছিল দারুণ। ১৫.১ ওভারে এসেছিল দলীয় শতকও। ধারণা করা হচ্ছিল যে, রানপ্রসরা এই পিচে কমকরেও ৩৫০ এর কাছাকাছি স্কোর করতে পারবেন টাইগার। তবে সেটা সম্ভব হয়নি। ম্যাচশেষে অধিনায়ক শান্তরও মুখেও সেই আক্ষেপ আরো কিছু রান না করতে পারার, ‘অধিনায়কের মতে আমরা যদি ৩৪০-৩৫০ স্কোর করতে পারতাম তাহলে সেটা অন্যরকম হলেও হতে পারত। আমাদের পেস বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে কিন্তু স্পিনাররা মাঝামাঝি ওভারে তেমন আশানুরুপ ভূমিকা রাখতে পারে নি। মাঝের কিছু ওভারে আমাদের বোলিং আরো উন্নত করা প্রয়োজন।'


তবে বিশ্বকাপটা শেষ হয়েছে চরম হতাশায়। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও মাত্র ২ জয় ও ৭ পরাজয়ই কেবল সঙ্গী বাংলাদেশ দলের। এছাড়াও আছে ডাচদের কাছে লজ্জাজনক এক পরাজয়ের বিষাদময় অধ্যায়, অধিনায়ক শান্তর মুখেও শোনা গেল চরম হতাশার কথা,  ‘এটা হতাশাজনক, আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আমরা দেখব এখন থেকে আমরা ভালো কী করতে পারি। 


তবে দুই সিনিয়ার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসানের কথা বিশেষভাবে বলতে ভুল করেননি কাপ্তান শান্ত, ‘এই বিশ্বকাপে মাহমুদউল্লাহ ভাই সত্যিই অসাধারণ ব্যাটিং করেছেন এবং সাকিব ভাই ও বেশ কয়েকটি ম্যাচে ভালো বোলিং করেছেন।’