বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচগুলো কবে, কখন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩


বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচগুলো কবে, কখন
ছবি: সংগৃহীত

গেল ৫ অক্টোবর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়ে ১২ নভেম্বর ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই পর্বে অনুষ্ঠিত হয় ৪৫টি ম্যাচ। দুই সেমিফাইনাল ও ফাইনালসহ মোট তিনটি ম্যাচ বাকি রয়েছে। 


বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিক  ভারত। এখন পর্যন্ত দুর্দান্ত টুর্নামেন্ট কাটানো স্বাগতিক দলটি সবাইকে টপকে নয় ম্যাচের নয়টিতে জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে। 


নয় ম্যাচে ৭টি জয় ও দুটিতে পরাজয় নিয়ে গ্রুপপর্বে দ্বিতীয় হয়েই দ্বিতীয় দল হিসেবে সেমিতে পা রাখে কোনোবার বিশ্বকাপ না জেতা দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মতোই অস্ট্রেলিয়ারও অবস্থা। তবে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের তিনে থেকে সেমিতে উঠেছে সর্বোচ্চবার বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।


দুর্দান্ত শুরুর পর মাঝের সময়টায় খেই হারিয়ে শেষটা ভালো করে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পায় গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। টেবিলে তাদের অবস্থানও চতুর্থ। 


আরও পড়ুন: ডাচদের বিপক্ষে ভারতের রানের পাহাড়


এক নজরে সেমিফাইনালের সূচি- 


১ম সেমিফাইনাল- ভারত বনাম নিউজিল্যান্ড, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই (১৫ নভেম্বর ২০২৩, দুপুর ২.৩০)


২য় সেমিফাইনাল- দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ইডেন গার্ডেনস, কলকাতা (১৬ নভেম্বর ২০২৩, দুপুর ২.৩০)


জেবি/এসবি