প্রথম চন্দ্র অভিযানের মহাকাশচারী বোরম্যান আর নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩
প্রথম চন্দ্র অভিযানের মহাকাশচারী ফ্রাঙ্ক বোরম্যান মারা গেছেন। ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মিশনে নেতৃত্ব দানকারী নাসার নভোচারী ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হইয়েছিল ৯৫ বছর। তিনি গত ৭ নভেম্বর মন্টানার বিলিংসে মারা যান।
নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেন, “আজ আমরা নাসার অন্যতম সেরা একজনকে স্মরণ করছি।”
আরও পড়ুন: ৭০ জিম্মিকে মুক্তি দিতে যে প্রস্তাব দিল হামাস
বিবৃতিতে তিনি আরও বলেন, “বিমান চালনা এবং অন্বেষণের প্রতি তার আজীবন ভালবাসা কেবল স্ত্রী সুসানের প্রতি তার ভালবাসার অতিক্রম করেছিল।”
আরও পড়ুন: দীপাবলিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯
ইন্ডিয়ানার গ্যারিতে ১৯২৮ সালের ১৪ ই মার্চ জন্মগ্রহণ করেন তিনি। ফ্রাঙ্ক বোরম্যান মার্কিন বিমান বাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন যেখানে তিনি ফাইটার পাইলট, টেস্ট পাইলট হিসাবে আকাশে উড়াল দেন। ওয়েস্ট পয়েন্টে থার্মোডাইনামিক্সের সহকারী অধ্যাপক হয়েছিলেন।
জেবি/এসবি