এবার অ্যাটলির সিনেমায় শাহরুখ-বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩
ভারতের দক্ষিণী ছবির তারকা নির্মাতা অ্যাটলি কুমার। ‘জওয়ান’ সিনেমা নির্মাণ করে বাজিমাত করেছেন এ নির্মাতা। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন তিনি।
এবার নির্মাতা জানান, শাহরুখ খান ও বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি।
ভারতীয় একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন নির্মাতা অ্যাটলি কুমার। তিনি বলেন, ‘পার্টিতে যোগ দিতে বিজয়কে ফোন করলে সে উপস্থিত থাকার সম্মতি দেয়। পার্টিতে বিজয়-শাহরুখ স্যার নিজেদের মধ্যে আলোচনা করেন এবং আমাকে ফোন করেন।’
আরও পড়ুন: ‘রক্তে মাখা ডায়েরি’তে মহিমা
তিনি আরও বলেন, শাহরুখ স্যার আমাকে বলেছিলেন, ‘দুই নায়ক নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে; আমরাও প্রস্তুত আছি। বিজয়ও ‘হ্যাঁ’ বলেছেন। আমি এখন এ সিনেমার চিত্রনাট্যের কাজ করছি। এটি হবে আমার পরবর্তী সিনেমা। চিত্রনাট্যের কাজ নিয়ে কঠোর পরিশ্রম করছি; দেখা যাক।’
তবে ছবির গল্প বা কে কে অভিনয় করবেন কিংবা কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি অ্যাটলি।
জেবি/এসবি