হাফিজ খানের বেঈমান মেয়ে
সাইফুল বারী
প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩
প্রকাশ পেল নতুন গান ‘বেঈমান মেয়ে’। মামুন আফনান রুমির কথা ও সুরে এবং রকির মিউজিকে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী হাফিজ খান।
জানা যায়, গানটি প্রকাশ করেছে এম এম টি মিউজিক স্টুডিও চ্যানেল। এতে অভিনয় করছেন মামুন আফনান রুমি এবং জান্নাত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ হৃদয়।
গান প্রসঙ্গে হাফিজ খান বলেন, অনেক দিন পর নতুন গান প্রকাশ করলাম। বর্তমান সময়ের উপর চিন্তা করেই গানটা করা হয়েছে। গীতিকার মামুন আফনান রুমির সাথে প্রথম কাজ।
আরও পড়ুন: এবার অ্যাটলির সিনেমায় শাহরুখ-বিজয়
তিনি আরও বলেন, আমাদের দুজনের আরো কিছু কাজসামনে আসবে। আশা করি এই গানটা সবার ভালো লাগবে সবাই দোয়া করবেন।
জেবি/এসবি