ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

ক্রিকেট মহারণ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু। 


বুধবার (১৫ নভেম্বর) আইসিসির এই মেগা আসরের প্রথম সেমিফাইনাল শুরু হচ্ছে। 


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।


এক দিনের ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১১৭ বার দেখা হয়েছে। তার মধ্যে ভারত ৫৯ ম্যাচ জিতে কিছুটা এগিয়ে আছে। নিউ জিল্যান্ড জিতেছে ৫০টিতে। একটি ম্যাচ টাই হয়েছে। ৭টি ম্যাচে কোনো ফল হয়নি।


আবার ৫৯ জয়ের মধ্যে ভারত আগে ব্যাট করে জিতেছে ২৪ বার। আর রান তাড়া করে জিতেছে ৩৫ বার। অন্যদিকে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে জিতেছে ২৮ বার। আর রান তাড়া করতে নেমে ২২ বার জিতেছে কেন উইলিয়ামসনের দল।


আরএক্স/