শেয়ার আত্মসাত: ৬ বছর পর তিনজনের সাজা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


শেয়ার আত্মসাত: ৬ বছর পর তিনজনের সাজা
ফাইল ছবি

জাল জালিয়াতির মাধ্যমে শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলার ছয় বছর পর তিনজনের সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাদেরকে বেকসুর খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহজাহান মজুমদার এ তথ্য জানিয়েছেন। 


রায়ে পৃথক তিন ধারায় সাহিদা বেগম ও এনায়েত হোসেনের আট বছর কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা দেন আদালত। তবে সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের তিন বছরের সাজা ভোগ করতে হবে। এছাড়া অপর আসামি আব্দুল আলমির দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: দেশে সেনা মোতায়েনে ইসিকে আইনি নোটিশ


২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানার ফাহিম আল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইজাজ উদ্দিন আহমেদ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। 


আরও পড়ুন: অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ


মামলার অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলাম চৌরাঙ্গা ব্রিকস এন্ড ডেভেলপারস কোম্পানির ১০০ টাকা মূল্যের চার হাজার শেয়ারের মালিক ছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান। উত্তরাধিকার সূত্রে মামলার বাদী ফাহিম আল ইসলাম ৮৭৫ টি শেয়ারের মালিক হন। তবে আসামিরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন। এর মাধ্যমে আসামিরা চার হাজার শেয়ার আত্মসাৎ করে।


জেবি/এসবি