Logo

ক্ষমা চাইলেন তানজিন তিশা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৩, ০১:০৬
57Shares
ক্ষমা চাইলেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত

সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরেই আত্মহত্যা চেষ্টার ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রমের সম্পর্কের জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিশা। 

ফারহানের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও হুমকি দেন। এ ছাড়া তার অসুস্থতার খবর প্রকাশকে কেন্দ্র করে ফেসবুক লাইভে ‘হলুদ সাংবাদিক’ উল্লেখ করেও কথা বলেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

আর তিশার এমন বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমের বিনোদন বিটের সাংবাদিকসহ নেট জনতার অনেকেই এর প্রতিবাদ জানান। এরই জেরে ক্ষমা চাইলেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

ক্ষমা চেয়ে শনিবার (১৮ নভেম্বর)  দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা লেখেন, “বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইল নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।”

বিজ্ঞাপন

“সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সব সময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD