ঝাড়খন্ড সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

ভয়াবহ দুর্ঘটনা ভারতের ঝাড়খন্ডের গিরিডিতে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি এসইউভি শনিবার (১৮) ভোর রাত ৩টায় একটি গাছে ধাক্কা মারে। মারা যান ৫ জন। গাড়িতে থাকা আরও ৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে ২ জন শিশু ও রয়েছে।
জানা যায়, গিরিডির টিকোদির এক বিয়ে বাড়ি থেকে ফিরছিল এসইউভিটি। ভোর রাত ৩ টায় বাঘমারা গ্রামে গাড়িটি গিয়ে ধাক্কা মারে গাছে। গাড়িটির গতি খুব বেশি থাকায় তা একেবারে দুমড়ে মুচড়ে যায়। তীব্র আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। কিন্তু ৫ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত ৫ জন ভর্তি হাসপাতালে। তবে গাড়ি চালক পলাতক। তাঁর খোঁজ চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরএক্স/