পদত্যাগ করলেন টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩


পদত্যাগ করলেন টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টারা
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার (বাঁয়ে), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান (মাঝে) ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট কোটার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।


এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


আরও পড়ুন: ১৫ ঘন্টায় সারাদেশে ১১ যানবাহনে আগুন


এদিকে,  পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। 


আরও পড়ুন: ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাঁদপুর-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দেব।


জেবি/এসবি