১৫ ঘন্টায় সারাদেশে ১১ যানবাহনে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ১৫ ঘন্টায় ১১ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানান হয়।
জানা যায়, ঢাকা মহানগরে ৫টিসহ নাটোর, বগুড়া, জয়পুরহাট, ফেনী, কুমিল্লা, জামালপুর মোট ১১ টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১৫ ঘন্টায় ৬টি বাস, কাভার্ড ভ্যান, ট্রাক,সিএনজি, পিকআপ, ট্রেন আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করে।
এসব ঘটনার মধ্যে শনিবার ৬টা ৫০ মিনিটে রাজধানীর কাফরুলে বিহঙ্গ পরিবহনে আগুন লাগে, গুলিস্তানের টোল প্লাজায় কমল পরিবহনে ৭ টা ৪০ মিনিটে আগুন লাগে, জয়পুরহাটে পিকআপে আগুন লাগে রাত ৯ টা ৪৫ মিনিটে, কুমিল্লা পাপিয়া পরিবহনে আগুন লাগে রাত ১১ টা ৩৫ মিনিটে, ধানমন্ডি ল্যাবএইডের সামনে মৌমিতা পরিবহনের বাসে ১১ টা ৫৭ মিনিটে এবং মিরপুরের কালশিতে বসুমতী পরিবহনে আগুন লাগে রাত ১১ টা ৫৮ মিনিটে।
এছাড়াও শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনে আগুন, রাত ১ টা ৩০ মিনিটে বগুড়ায় ট্রাকে আগুন, ফেনীর লালপুরে কাভার্ড ভ্যানে আগুন, নাটোরের ভবানীগঞ্জে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরএক্স/