Logo

গণভোটে ‘না’ জয়ী হলে কি হবে, জানালেন আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ২১:২৪
56Shares
গণভোটে ‘না’ জয়ী হলে কি হবে, জানালেন আলী রীয়াজ
আলী রীয়াজ | ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটে যদি ‘না’ জয়ী হয়, তাহলে তা জনগণের প্রত্যাখ্যান হিসেবে গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে পাস না হলে পাস হবে না। এর অর্থ, জনগণ সেই সংস্কার বা সনদ গ্রহণ করছেন না। আমরা এই বিষয়টি জনগণের উপর আস্থা রেখে দেখব।

তিনি লাতিন আমেরিকার চিলির উদাহরণ টেনে বলেন, চিলিতে সংবিধান সংক্রান্ত দুইবারের গণভোট ব্যর্থ হয়েছে। প্রথমবার সংবিধান তৈরি করে গণভোটে দেওয়া হয়েছিল, কিন্তু এটি হারল। কেউ কেউ বললেন সংবিধানটি বেশি দক্ষিণপন্থি বা বামপন্থি হয়ে গিয়েছিল। পরে সংবিধান সংশোধন করা হয় এবং আবার গণভোটে দেওয়া হয়েছিল। আবারও ব্যর্থ হলে জনগণ এটি গ্রহণ করছেন না—এই অর্থই বের হয়।

বিজ্ঞাপন

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, গণভোটে অংশগ্রহণে সবার পক্ষপাত থাকতে পারে। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি ভোট দিতে না চাইতে পারেন, আর কেউ দিতে পারে। সুতরাং, ভোটের ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে জনগণের উপর আস্থা রাখা প্রয়োজন।

তিনি স্পষ্ট করেন, গণভোটের ফলাফল জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করবে এবং যে সিদ্ধান্ত হবে, সেটাই গ্রহণযোগ্য হবে। এই প্রক্রিয়া দেশের সংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক নীতির ভিত্তিতে চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD