Logo

১৬ বছর পর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ২০:৪৮
9Shares
১৬ বছর পর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ২০০৮ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে ইইউ-এর এই পর্যবেক্ষক মিশনের পরিকল্পনা কার্যকর হলে দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) যমুনা ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত অনুমোদন এখনো বাকি রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী দলটির সদস্য সংখ্যা ১৫০ থেকে ২০০ জনের মধ্যে হবে। নির্বাচনের ছয় সপ্তাহ আগে দেশীয় পর্যবেক্ষকসহ কিছু সদস্য বাংলাদেশে পৌঁছাবেন, এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে যোগ দেবেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ২০০৮ সালের পর এটি প্রথমবার ইইউ-এর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন। তারা নির্বাচনের সময় দেশীয় পর্যবেক্ষক নিয়োগে সহায়তাও করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশের শাসন ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রমখাতের সংস্কার, বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত মিলার জুলাই মাসের জাতীয় সনদকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ। তিনি সদ্য অনুমোদিত শ্রম আইন সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা জোরদারের পদক্ষেপগুলোকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে প্রশংসা করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ এবং ইইউ ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। আসন্ন নির্বাচন দেশের ভাবমূর্তি পুনর্গঠনের একটি সুযোগ।

তিনি আরও জানান, ইইউ বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এতে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা এবং বিমান ও নৌপরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধান অন্তর্ভুক্ত ছিল। এছাড়া মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বিশ্ববিখ্যাত শিপিং কোম্পানি এ.পি. মোলার–ম্যার্সকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

রাষ্ট্রদূত মিলার জানান, ড্যানিশ কোম্পানিটি প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যাতে লালদিয়াকে অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে পরিণত করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD