রাজনৈতিক নেতাদের দখলে যেন ঘাট না যায়: উপদেষ্টা সাখাওয়াত

রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করে নিজেদের সম্পত্তি বানাতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, আমাদের দেশে রাজনৈতিক নেতারা ঘাট দখল করে রাখেন, যেন এটি তাদের ব্যক্তিগত সম্পদ। এটা হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতা করতে হবে। গত ১৬-১৭ বছরের যে পুনরাবৃত্তি হয়েছে, তা আর যেন না ঘটে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে দ্রুত ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি চাই, আমার মেয়াদকালে এই ফেরি উদ্বোধন করতে পারি।
ড. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, এর আগে আমাদের এই এলাকায় কাজ করতে দেওয়া হয়নি। স্থানীয় কিছু প্রভাবশালী নেতা ঘাট দখল করে রেখেছিলেন। ফলে এখানে কোনো উন্নয়ন সম্ভব হয়নি। প্রশ্ন হলো- একটা নদী বন্দর ঘোষণা করতে এত বছর কেন লাগল? বন্দর হলে আমরা উন্নয়নমূলক কাজ শুরু করতে পারতাম। এখন অন্তর্বর্তী সরকারকে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা যাকে নেতা বানাবেন, সে যেন জনগণের সম্পদ দখল না করে। ঘাট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা রাষ্ট্রের সম্পদ। তাই জনগণকেই এর পাহারাদার হতে হবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।








