Logo

১২ ঘণ্টায় গৃহবধূ সুমি হত্যার রহস্য উন্মোচন

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩, ০৩:০৭
16Shares
১২ ঘণ্টায় গৃহবধূ সুমি হত্যার রহস্য উন্মোচন
ছবি: সংগৃহীত

পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় কিশোরগঞ্জের কটিয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

নরসিংদীর পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী নুর আলম ওরফে  রুপাকে (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে  সোমবার (২০ নেভম্বর) ভোরে কিশোরগঞ্জের কটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুর আলম ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেফতারকৃত  নুর আলম রবিবার ভোরে তার স্ত্রী সুমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটের নিয়ে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।  হত্যার ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত স্বামী  নুর আলমকে গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় কিশোরগঞ্জের কটিয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

অফিসার ইনচার্জ (নিঃ) তারিকুল ইসলাম দৈনিক জনবাণীকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমিকে গলা টিপে হত্যা করে সে। আসামিকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD