১২ ঘণ্টায় গৃহবধূ সুমি হত্যার রহস্য উন্মোচন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩
নরসিংদীর পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী নুর আলম ওরফে রুপাকে (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২০ নেভম্বর) ভোরে কিশোরগঞ্জের কটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুর আলম ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুর আলম রবিবার ভোরে তার স্ত্রী সুমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটের নিয়ে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত স্বামী নুর আলমকে গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় কিশোরগঞ্জের কটিয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ (নিঃ) তারিকুল ইসলাম দৈনিক জনবাণীকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমিকে গলা টিপে হত্যা করে সে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।