বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা দিয়ে সেলিব্রেট করলেন মিচেল মার্শ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:২৬ এএম, ২১শে নভেম্বর ২০২৩


বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা দিয়ে সেলিব্রেট করলেন মিচেল মার্শ
ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ। ছবি: সংগৃহীত

৬ষ্ঠ বার বিশ্বকাপ জয়ের পর যেন চরম সীমায় পৌঁছল অজিদের অহংকার। 


বিশ্বকাপ জয়ের পর বিয়ার হাতে ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ। 


সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প‍্যাট কামিন্স। 


অন‍্যদিকে, বিশ্বকাপ জিতেই সমালোচকদের চুপ করাতেও অজিদের হাতিয়ার সেই ঔদ্ধত‍্যই। বিশ্বকাপ জিতে আনন্দে আত্মহারা হয়ে এমন ঘটনা ঘটিয়ে ট্রোলের মুখে পড়েছেন মার্শ। 


তার এই আচরণ যে একেবারেই ভালোভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট প্রেমীরা তা বুঝিয়ে দিয়েছে তারা। ঔদ্ধত‍্য আর অস্ট্রেলিয়া যেন সমার্থক। নইলে ট্রফিতে পা দেওয়ার মত কাজ কি করে করলেন মার্শ। প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেউ কেউ।


আরএক্স/