আট দিনে যত আয় করল টাইগার-৩
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
বিশ্বজুড়ে ৮ দিনে সালমান খানের সিনেমা `টাইগার ৩' আট দিনে ৩৭৬ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে যশরাজ ফিল্মস। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি রুপি। বিদেশ খেকে আয় ৯৬ কোটি রুপি।
সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমাটি মুক্তি পায় গত ১২ নভেম্বর। সোমবার (২১ নভেম্বর) বক্স অফিসে মাত্র ৬ কোটি রুপি আয় করেছে ‘টাইগার ৩’।
মণীষ শর্মা নির্মিত ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পায়।
আরও পড়ুন: ফারদিন খানের সুরে সোহেল খানের গীতিকথায় দুই ডজন গান
জানা যায়, প্রথম সপ্তাহে টাইগার ৩ বক্স অফিসে ১৮৭.৬৫ কোটি টাকা আয় করে। এরমধ্যে হিন্দিতেই কেবল এই ছবি ১৮৩ কোটি আয় করেছে। অপরদিকে, দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে এটি ১৩.২৫ কোটি, তারপরে দিন ১৮.৫ কোটি টাকা আয় করে।
আরও পড়ুন: নয়নতারা মিডিয়াকে সাক্ষাৎকার দেন না কেন?
এই ছবির মাধ্যমে ৬ বছর পর টাইগার রূপে ফিরলেন বলিউড ভাইজান। খলনায়কের চরিত্রে আছেন ইমরান হাশমি। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছিল।
জেবি/এসবি