আইপিএল খেলবেন না ইংলিশ এই তারকা অলরাউন্ডার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

সবশেষ বিশ্বকাপেও চোটকে সঙ্গী করেই খেলেছেন ইংলিশদের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। এরপরই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে জানিয়েছিলেন স্টোকস। এর আগে অনেকটা নিজের ইচ্ছাতেই ওয়ানডে অবসর ভেঙে বিশ্বকাপে ইংল্যান্ড শিবিরে যোগদেন স্টোকস। যদিও প্রথম দিকের কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। এরপরই কয়েকটি ম্যাচে ব্যাট হাতে তিনি রানের দেখা পেলেও ২০১৯ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালের আগেই বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয়। এদিকে,আবার পরবর্তী আইপিএল আসরের সময় ঘনিয়ে আসতেই তোড়জোড় শুরু করেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলো নিজেদের দল সাজাতে। এরই মাঝে আসন্ন এই বিগ টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিলেন তারকা এই ইংলিশ অলরাউন্ডার।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জানিয়েছে, এই ইংলিশ অলরাউন্ডার ‘ওয়ার্কলোড’ ও ‘ফিটনেস’-এ নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপরই তারা উল্লেখ করে— ‘বেনের (স্টোকস) এই সিদ্ধান্তে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ধরে রাখবে এবং কোন ক্রিকেটারদের ছেড়ে দেবে সেটি জানানোর নির্ধারিত সময় ২৬ নভেম্বর পর্যন্ত। তবে এখনও চেন্নাই সুপার কিংস সেই তালিকা থেকে স্টোকসকে বাদ দেয়নি। এর ফলে আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামেও তাকে ধরে রাখার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির দলের। আগামী রোববারের মধ্যে চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দিলে, তার জন্য খরচ হওয়া ১৬.২৫ কোটি ভারতীয় রুপি তারা আসন্ন নিলামে ব্যবহার করতে পারবে।
এদিকে বেন স্টোকস সম্প্রতি জানিয়েছেন, তিনি হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। দীর্ঘদিন ধরেই হাঁটুর এ চোটে ভুগছেন তিনি । বিশ্বকাপেও ইংলিশদের হয়ে এই অলরাউন্ডার খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবেই। অস্ত্রোপচারের পরই তিনি ও ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) মিলে তার ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানাগেছে। বিশ্বকাপে ৬ ম্যাচে তিনি করেন ৩০৪ রান, ডেভিড ম্যালানের পর ইংল্যান্ডের হয়ে যা এবার সর্বোচ্চ ব্যক্তিগত রান। ৬ ইনিংসের মধ্যে শেষ ৩ ইনিংসে দুটি অর্ধশতক ও একটি শতক করেন বেন স্টোকস। এবারের বিশ্বকাপে ১০ দলের ভিতরে সপ্তম হয়ে এ মিশন শেষ করে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চেন্নাই তাদের বিবৃতিতে বলেছে, ‘ইংলিশদের টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতেই ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী বেন স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হয়েছিলেন। তিনি সদ্য সমাপ্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, এর জন্যই অবসর থেকে ফিরে আসেন স্টোকস। আইপিএলের আগে ইংলিশরা ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর পরই ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস ও পূর্ণ সমর্থন করে।’