আবারো নতুন ঠিকানায় হার্দিক পান্ডিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

২০২২ মৌসুমে আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাট টাইটান্সের শিবিরে যোগ দেন হার্দিক পান্ডিয়া। দুই মৌসুম পরেই আবারও আগের দল মুম্বাইতে ফিরে আসছেন এই পেস অলরাউন্ডার। তবে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে গুজরাটকে ১৫ কোটি রুপি পরিশোধ করতে হবে। এমনই তথ্য নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে নিজের পুরোনো দলেই ফিরছেন তিনি। প্রতিবেদনে তারা আরও জানিয়েছে যে, কোনো ক্রিকেটারের বদলি নয়, বরং সম্পূর্ণ নগদ টাকায় ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে ফেরাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এ সংবাদমাধ্যমটির দাবি সত্য হলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় বেচাকেনা হবে পান্ডিয়ার দলভূক্তি নিয়ে। গুজরাটকে ১৫ কোটি রুপি দেওয়ার পাশাপাশি হার্দিককে ট্রান্সফার ফিও দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে এই ট্রান্সফার ফির কেবল ৫০ শতাংশই পেতে পারেন এই পেস অলরাউন্ডার।
এদিকে আইপিএলের সর্বশেষ নিলাম অনুযায়ী, মুম্বাইয়ের একাউন্টে মাত্র ৫ লাখ রুপি অবশিষ্ট আছে। এ ছাড়া আগামী মৌসুমের নিলামে আরও ৫ কোটি রুপি খরচ করবে রোহিত শর্মার দলটি। সেক্ষেত্রে ১৫ কোটি রুপিতে হার্দিককে দলে ভেড়াতে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। আবার ২৬ নভেম্বরের মধ্যে কয়েকজন খেলোয়াড়কে ছাড়তে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এদিকে প্রথম মৌসুমেই গুজরাটকে আইপিএলের শিরোপা উপহার দেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমেই ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে রানার্সআপ হয় গুজরাট। টুর্নামেন্টের নতুন দলটির হয়ে ৩০ ম্যাচে ১৩৪ স্ট্রাইক রেটে ৮৩৩ রান ও ১১টি উইকেট শিকার করেন হার্দিক।
২০১৫ সালে মাত্র ১০ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দেন পান্ডিয়া। যোগ দেওয়ার পর দলকে চারটি শিরোপা জিতিয়েছেন ৩০ বছর বয়সী এই পেস অলরাউন্ডার। ২০২২ মেগা নিলামের আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরাহ ও কাইরন পোলার্ডকে ধরে রাখে মুম্বাই ইন্ডিয়ান্স। সাতটি মৌসুম পর মুম্বাই ছেড়ে গুজরাট টাইটান্সে পাড়ি জমান হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ায় তখন ক্ষুদ্ধ হয়েছিল মুম্বাইয়ের দর্শকরা।