আন্দোলন নেতাকর্মীদের রিজভীর বার্তা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

সরকার পতনের দাবিতে রবিবার ভোর থেকে সপ্তম দফায় বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হবে। অবরোধ সফল করতে নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রবিবার থেকে আবারও নিরবিচ্ছিন্ন ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা দুর্জয় সাহস নিয়ে রাজপথে এগিয়ে যাবে। সবার অংশগ্রহণে এই আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে।”
রিজভী আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এদের পতন হবেই।”
আরও পড়ুন: প্রয়োজন না হলে জোট নয়: কাদের
বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনকে এখন হাসি-তামাশা, বাণিজ্য ও প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে টার্গেট করে করে অর্থ এবং এমপি বানানোর প্রলোভনে কিংসপার্টি-ভুঁইফোড় পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে।”
রিজভী বলেন, “কোনো নীতিবান, আদর্শবাদী, দেশপ্রেমী রাজনীতিককে তারা নির্বাচনে নিতে পারছে না। কতিপয় ডিগবাজিমার্কা-ভ্রষ্টচারী রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচনী রঙ্গমঞ্চের অভিনেতা বানাতে কব্জা করেছে।”
আরও পড়ুন: পাবনা-৪ আসন: এমপি পরিবারের আত্মীয়সহ মনোনয়ন প্রত্যাশী ২৪ জন
তিনি বলেন, “এই প্রতারক মাফিয়া সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন, অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে কারাদণ্ড দেওয়া হচ্ছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দুই বছরের নিচে কারো সাজা হচ্ছে না।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব: নাহিদ ইসলাম

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা
