ভারতে কনসার্টে পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩


ভারতে কনসার্টে পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের কেরলে নিকিতা গান্ধীর কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় অন্তত ৪ জন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 


জানা যায়, কনসার্ট চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। 


শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের ফেস্ট ছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। 


সূত্রে প্রকাশ, নিকিতার গান শুনতে প্রচুর ছাত্রছাত্রী এসেছিলেন। এক সময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ‍্যে ২জন মেয়ে ও ২জন ছেলে। ভিড়ের চোটে অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন। 


কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল ? তা খতিয়ে দেখবে পুলিশ। তবে আপাতত আহত ছাত্রছাত্রীদের উপরই বেশি নজর দেওয়া হচ্ছে। 


মুক্ত মঞ্চেই অনুষ্ঠান হচ্ছিল। তাহলে ব‍্যবস্থাপনায় কোনও ক্রটি ছিল কি ? এমন প্রশ্ন ও তোলা হচ্ছে।


আরএক্স/