যখন জানা যাবে আ.লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৪ এএম, ২৬শে নভেম্বর ২০২৩


যখন জানা যাবে আ.লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কারা পাচ্ছেন তা জানা  যাবে আজ।


রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।


এর আগে সকালে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।


নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।


আরএক্স/