পুরুষ যেদিন গর্ভধারণ করতে পারবে সেদিন নারী-পুরুষ সমান হবে: নীনা গুপ্তা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩


পুরুষ যেদিন গর্ভধারণ করতে পারবে সেদিন নারী-পুরুষ সমান হবে: নীনা গুপ্তা
নীনা গুপ্তা

নীনা গুপ্তা হলো বলিউডের আলোচিত অভিনেত্রীর নামা । অর্থাভাব থাকায়, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি, তারপর মেয়েকে বড় করে তোলেন— জীবনের এই লড়াইগুলো একাই লড়েছেন  এ অভিনেনী।  নীনা মনে করেন, নারী-পুরুষ সমান নয়। বরং এটিকে ‘ফালতু নারীবাদ’ হিসেবে মন্তব্য করেছেন তিনি।


সম্প্রতি বম্বে টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন ৬৪ বছর বয়সী এ অভিনেত্রী। রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ''ফালতু নারীবাদ’ কিংবা ‘নারী-পুরুষ সমান’ এই ধারণায় বিশ্বাস করার প্রয়োজন নেই। বরং নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং কাজে মনোযোগ দেওয়ার দিকে মনোনিবেশ করুন। আপনি যদি গৃহিণী হন তবে এটি অবজ্ঞা করবেন না। এটি গুরুত্বপূর্ণ একটি কাজ। নিজের আত্মসম্মান বৃদ্ধি করুন, নিজেকে ছোট ভাবা থেকে বিরত থাকুন। এটিই আমার প্রধান বার্তা।'' 


'নারী-পুরুষ সমান নয়। পুরুষ যেদিন গর্ভধারণ করতে পারবে সেদিন নারী-পুরুষ সমান হবে।' এসময় বলেন নীনা গুপ্তা।


আরও পড়ুন: মেয়ের বান্ধবীর বাড়ি সাজালেন শাহরুখপত্নী


নারীর জীবনে পুরুষের প্রয়োজন আছে। একটি উদারণ টেনে বিষয়টি ব্যাখ্যা করেন নীনা গুপ্তা। তার ভাষায়, ''আমাকে একদিন সকাল ৬টার ফ্লাইট ধরতে হয়েছিল। ওই সময়ে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। সেদিন ভোর ৪টায় বাড়ির বাইরে বের হই; বাইরে তখন আলো ফোটেনি। এক লোক আমাকে অনুসরণ করেন, ফলে আমি বাড়ি ফিরে যাই এবং ফ্লাইটটি মিস করি। পরের দিন একই সময়ে ফ্লাইট বুক করি। কিন্তু সেদিন আমি আমার এক ছেলে বন্ধুর বাড়িতে ছিলাম, সে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। সুতরাং পুরুষকে আমার প্রয়োজন আছে''


আরও পড়ুন: এবার ডন থ্রি-তে শাহরুখের পর থাকছেন না প্রিয়াঙ্কাও


ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি তিনি।


জেবি/এসবি