কনসার্টে এসে পদপিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু, মর্মাহত নিকিতা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩
ভারতে কেরলে বসেছিল জমজমাট গানের আসর। সেখানকার মূল আর্কষণ ছিল জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধী।
কেরলের সিইউএসটি বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয়েছিল এই রঙিন অনুষ্ঠান। গান শুনতে জমেছিল প্রচন্ড ভিড়। এর মাঝেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।
মিউজিক কনসার্টে হঠাৎ নামল বৃষ্টি। যার জেরে তাড়াহুড়োয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ ছাত্রের, আহত কমপক্ষে ৬০ জন। যার মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
ঘটনায় শোকে ভেঙে পড়েছেন নিকিতা। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলিউডের গায়িকা জানান, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। ইনস্টাগ্রামে নিকিতা প্রয়াত ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এটিকে " দুর্ভাগ্যজনক " ঘটনা বলে উল্লেখ করেন তিনি লিখেছেন, " কোচিতে যা হল, তাতে আমি বিধ্বস্ত ও শোকাস্তব্ধ। আমি পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বর্ণনা করার মতো শব্দ নেই। পড়ুয়াদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।
আরএক্স/