Logo

খাগড়াছড়ির গুইমারাতে ট্রাকে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০২:৪৫
34Shares
খাগড়াছড়ির গুইমারাতে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়িতে রাতের আঁধারে চালভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা যায়, অবরোধ চলাকালীন রবিবার (২৬ নভেম্বর) গভীর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে চট্টগ্রাম হতে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়ন গামী সরকারি চাল বহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ১ জন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিজ্ঞাপন

গুরুত্বর আহত মোঃ ইসহাক মিয়া-২৮, পিতা. কাঞ্চন মিয়া ও মোঃ বেলাল হোসেন-৩৫, পিতা- জাহিদুল হক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা যায়। 

গাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গুইমারা থানার পুলিশ অফিসার জহিরুল ইসলাম। তিনি জানান এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানার হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD